বিএসএফ ভাইদের রাখি বাঁধলেন বোনেরা!ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হল রাখি বন্ধন উৎসব!
রাখী বন্ধন উৎসব মানেই ভাই-বোনের মেল বন্ধন, ভালোবাসা। তাই বোনেরা ভাইদের রাখী পড়িয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। আর সে কারণেই টিম তারাশঙ্কর চ্যারিটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের অনুরাধাপুর ক্যাম্পে মহাসমারোহে পালিত হল রাখি বন্ধন উৎসব।
বিভিন্ন রাজ্য থেকে বাড়িঘর ছেড়ে বিএসএফ-এর জওয়ানরা দিন রাত এক করে বর্ডারে ডিউটি করে চলেছেন সেই পরিস্থিতিতে বিএসএফ জওয়ানদের রাখি পড়ানোর কেউ নেই। তাই সেই পরিস্থিতিকে মাথায় রেখেই বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিল টিম তারাশংঙ্কর চ্যারিটির সদস্যরা। বরণ ডালা সাজিয়ে প্রথমে বিএসএফ-দের বরণ করার পর বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে, তাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি ভাই-বোনের সু-সম্পর্ক গড়ে তুললেন টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যরা। আর এভাবেই প্রতিবছর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ-দের সঙ্গে নিয়ে রাখী বন্ধন উৎসব পালন করে থাকে ওই সংস্থা।