বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত বেগুন ভাপার এই রেসিপি।
চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
মাঝারি মাপের ৪-৫টা বেগুন, ২ টেবিল চামচ সাদা সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
স্বাদমতো নুন ও চিনি, কয়েক টুকরো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে তেল।
পদ্ধতি:
বেগুনগুলো মাঝখান থেকে লম্বালম্বিভাবে অর্ধেক করে নিন। এতে নুন, চিনি, হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে বেগুনগুলো হালকা ভেজে তুলে নিন। সর্ষে, পোস্ত একসঙ্গে বেটে নিন। স্টিলের টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা পুরোটা ঢেলে দিন।
এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল, স্বাদমতো নুন ও চিনি দিয়ে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে দিন। এর সঙ্গে কয়েক টুকরো টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে তেল ছড়িয়ে ঢাকনা আটকে দিন।
একটা বড় পাত্রে জল ফুটতে দিন। ফুটন্ত জলে টিফিন বাক্স বসিয়ে দিন ভাপানোর জন্য। তবে খেয়াল রাখবেন জল যেন টিফিন বাক্সের অর্ধেকের ওপরে না ওঠে। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ৭-৮ মিনিট মতো ভাপিয়ে নিন। টিফিন বক্স ঠান্ডা হলে পরিবেশন করুন বেগুন ভাপা।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পটলের মালাইকারি
Image source-Google