ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে কেন এই বিরোধ?লড়াইয়ের আসল কারণ কি?

কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি ভূখণ্ডের নাম। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে হিমালয়ের পাদদেশের এই ভূ-স্বর্গকে। তবে এই কাশ্মীরের জন্য গত সাত দশকে প্রাণ দিতে হয়েছে প্রায় ৬০ হাজার মানুষকে। এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে, রেষারেষিতে প্রতিবেশী ভারত এবং পাকিস্তান ইতিমধ্যেই লড়েছে তিন-তিনটি যুদ্ধ, আরও শকয়েকবার মুখোমুখি হয়েছে সম্মুখযুদ্ধের। তবে কেনো এই যুদ্ধ?কেনো এত বিবেদ?কেনো চলছে কাশ্মীর দখল করার লড়াই?

ইতিহাস বলছে, ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল।

ব্রিটেন থেকে ভারত পাকিস্তান ১৯৪৭ সালে যখন স্বাধীনতা পায়, তখনই দুই দেশই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। ভারত পাকিস্তান ভাগ করার পরিকল্পনা অনুযায়ী কাশ্মীর দুই দেশ থেকেই মুক্ত ছিল।

তবে তৎকালীন কাশ্মীরের স্থানীয় শাসক বা রাজা হরি সিং ভারতকে বেছে নিয়েছিলেন।তবে ভারত শাসিত জম্মু কাশ্মীরে ৬০ শতাংশের বেশি মুসলিম। ভারতের রাজ্যগুলোর মধ্যে এই একটি রাজ্য, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।আর তাই একটি দল চাইনি কাশ্মীর দখল করুক ভারত।আর এরপর থেকেই শুরু হয় যুদ্ধ।যা আজও বর্তমান।

 

আরো দেখুন:ISRO:মহাকাশ ফুঁড়তে পাঁচটি নয়া পরিকল্পনা ইসরো-র! কোন্ কোন্ মিশন রয়েছে সেই তালিকায়?