মাত্র ১৮ বছর বয়সেই ইতিহাস লিখল প্রজ্ঞানন্দ!জানেন, কে এই প্রজ্ঞানন্দ?

রোগা, ছিপছিপে চেহারা, কপালে তিলক লাগানো, মাথার চুল নিপাট ভদ্রভাবে আচড়ানো! স্বভাবতই স্বল্পভাষী! ধীর এবং লক্ষ্য স্থির। আর পাঁচটা ১৮ বছর বয়সি ছেলেদের মতো উত্তেজিত নয়। ইতিমধ্যেই দাবায় নিজের মাইলস্টোন তৈরি করেছেন ভারতের এই দাবাড়ু। তার প্রতিভায় চমকে গিয়েছেন সকলে।

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিলন তিনি। কিন্তু, অনেক লড়াই করেও হল না স্বপ্নপূরণ! দাবা বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। বড় মঞ্চে বিশ্বে পয়লা নম্বর দাবারু ও পাঁচবারের বিশ্বজয়ী কার্লসেনের অভিজ্ঞতার কাছেই যেন থামল প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড়। তবে মাত্র ১৮ বছর বয়সে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের রানার্সআপ হয়েও নয়া ইতিহাস লিখলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

 

আরো দেখুন:Suvendu Adhikari:’চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন’!মুখ্যমন্ত্রীকে ‘অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ বিরোধী দলনেতার