ইতিহাস গড়ল ভারত!বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩!

চাঁদ যেন ছোটবেলা থেকেই বাঙালির কাছে তার পরিবারের সদস্য! আর সেই ‘চাঁদমামা’-কে স্পর্শ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারত, আজ সেটাই সফল হল। ইতিহাস গড়ল ভারত! বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারতের চন্দ্রযান-৩।

প্রসঙ্গত, গত ১৪ই জুলাই ভারতের ‘চন্দ্রযান ৩’ মিশন যাত্রা শুরু হয়। ৪০ দিন পর আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় অবতরণ করল ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। অর্থাৎ, চার বছর আগের দ্বিতীয় চন্দ্রযান মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চন্দ্রযান ৩-এ যে সক পরিবর্তন করা হয়েছে, তা সার্থক হল।

 

 

আরো দেখুন:Sourav Ganguly: বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে সতর্ক করলেন সৌরভ