আসছে দুর্গাপুজো,আর তার আগে আজ পুজো কমিটির গুলির সঙ্গে বৈঠক সাড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।দুর্গাপূজা কমিটি গুলিকে অনুদান দেয় রাজ্য। গত বছর দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী।

আর তাই এ বছরের বৈঠকের দিকে নজর ছিল সকলের। এবছর অনুদান বাড়বে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। এবছরেও অনুদান বাড়িয়ে সেই জল্পনাকে সত্যি করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

অবশ্য আজ মুখ্যমন্ত্রী সভার শেষ দিকে এই প্রসঙ্গ তুলে প্রথমে সবাইকে একটু হতচকিত করে দেন। তিনি বলেন, সরকারের টাকার খুব অভাব। তাই সরকারি অনুদান যদি অর্ধেক করে দিই! সেই কথা শুনে পুজো কমিটিগুলির প্রতিনিধিরা কার্যত কাঁদো কাঁদো মুখে ‘না না’ করে ওঠেন। পরে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবার আর ৬০ হাজার টাকা নয়, পুরো ৭০ হাজার টাকার অনুদান মিলবে রাজ্যের তরফে।

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান,- বিদ্যুতের বিলের দুই-তৃতীয়াংশ দিতে হবে না।

অর্থাৎ এবছরের দুর্গাপুজোয় কমিটি গুলিকে অনুদান দেওয়ার সঙ্গে,পুজোয় বিদ্যুত্‍ বিলেও এদিন ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরো দেখুন:Salman Butt: এশিয়া কাপের আগে পাকিস্তানকে পরামর্শ দিলেন সলমন বাট