ডেঙ্গু (Dengue) প্রতিরোধ করতে বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাঘরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন! অভিনব ভাবনার মাধ্যমে বাঘমুন্ডিতে ছড়াচ্ছে সচেতনতার প্রচার!
জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ।টসিভকোথাও জমা জল জমতে দেওয়া যাবে না। রাতে ঘুমোনোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। যত্রতত্র ময়লা নোংরা আর্বজনা জঞ্জাল স্তূপাকৃতি করে ফেলে রাখা চলবে না। ঘরের ফুলে টবে বা নর্দমায় টায়ারে জল জমিয়ে রাখা চলবে না। এইসব সচেতনতার বার্তা সাধারণ মানুষদের কাছে পৌঁছাতে সোমবার এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাঘরে।
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের এস আই অফিসের সার্কেল ১ ও ২ সমস্ত প্রাথমিক,জুনিয়র,হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয় নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এদিন।যেখানে ডেঙ্গুর প্রকোপ রুখতে কি কি করনীয়,সেই বিষয়ে সাধারণ মানুষদের অবগত করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সুকুমার সরেন সহ শিক্ষক শিক্ষিকারা।