বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ তার এই পোস্ট দেখে অনেকেই চিন্তায় পড়েছিলেন হঠাৎ কি হলো পরিচালকের। এবার জানা গেলো সেই জ্বর ছিল আসলে ডেঙ্গির লক্ষণ। নিজের ছবি ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লেটলেট…#কনফার্ম।’

তার ডেঙ্গির খবর শুনে চিন্তায় পড়েছেন গোটা টলিউড। তার পোস্টের নীচে অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশি করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লেটলেট চেক করে, বাক্স গুছাব ভাবছি।’

অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি (Srijit Mukherji) আমি নিশ্চিত আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার। তবু যেখানে প্লেটলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’ তাঁর কথায় সহমত প্রকাশ করেছেন পরিচালক।

তবে অপর্ণা সেনের কমেন্টে কিছুটা মজা পরে কবি শ্রীজাত লিখেছেন, ‘ওকে কোনও নার্সিংহোম নেয় না রিনাদি। অত tantrums কে সহ্য করবে?’

এছাড়াও অনেকেই তার দ্রুত আরোগ্যের কামনা করেছেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান তিনি ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন, আজই(শনিবার)-ই রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরো পড়ুন: Satyam Bhattacharya: বর্ণিল টলিউড যাত্রা নিয়ে কি বললেন সত্যম?

Image source-Google

By Torsha