বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন চিকেন কোর্মা।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

এক কেজি মুরগির মাংস, পেঁয়াজ বাটা, ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, টক দই পরিমাণমতো,

এক কাপ দুধ, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পাতিলেবুর রস,

২ চামচ ঘি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য পরিমাণমতো তেল।

প্রণালী:

মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। টক দই ফেটিয়ে রাখবেন। বড় বাটিতে চিকেনের সঙ্গে দই, দুধ, ঘি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেশনের জন্য রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিন।

ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা চিকেন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিন। ঢিমে আঁচে মাংস রান্না হতে দিন। মাঝেমাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। মিনিট কুড়ি পর চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

ঝোলের জন্য পরিমাণমতো গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটান। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবেন এতে। গ্রেভি থকথকে হয়ে এলে উপড়ে ছড়িয়ে দিন পাতিলেবুর রস। আরও মিনিট পাঁচেক ফুটিয়ে আঁচ নিভিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মুরগির মাংসের কোর্মা! পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ফ্রায়েড চিকেন

Image source-Google

By Torsha