মাটি ফেটে বেরোচ্ছে গরম জল, ধোঁয়া! শনিবার সকালে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পটাশপুর থানার বারোবাটিয়া এলাকার একটি জায়গায় এরকমই দৃশ্য দেখলেন স্থানীয়রা। জানা গিয়েছে, ধানের জমির নিচ থেকে ফুটন্ত জল ও গ্যাস বের হতে দেখা গিয়েছে। এর কিছুটা দূরের মাঠেও বিক্ষিপ্তভাবে গরম জল বেরোতে দেখা গিয়েছে। জল ফুটলে যেমন শব্দ হয়, এক্ষেত্রেও সেরকমই শব্দ হচ্ছিল বলেও জানা যায় স্থানীয় সূত্রে।

বিষয়টি নজরে আসার পরই দ্রুত খবর দেওয়া হয় পটাশপুর থানায়। পুলিশ গিয়ে নির্দিষ্ট জায়গাগুলি দড়ি দিয়ে ঘিরে দিয়েছে। এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেছেন, ‘বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। ভূ-তত্ত্ববিদদেরও বিষয়টি জানানো হয়েছে। তারা এলে সঠিক কারণ জানা যাবে’।

এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই উৎসাহী অনেকেই নিজের চোখে পরোক্ষ করতে ভিড় জমান। ভৌগলিকভাবে এটি খুব নিচু এলাকা বলেই জানা গিয়েছে। তাই সেখানে মাটি ফুঁড়ে গরম জল এবং ধোঁয়া বেরোনো নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এলাকার প্রবীণরা এরকম ঘটনা এই এলাকায় দেখেছেন কিনা তা মনে করতে পারছেন না। তবে, এহেন ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন।

 

আরো দেখুন:Aaradhya Bachchan: “ঘুমর” ছবির শুরুতেই আরাধ্যাকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক, কিন্তু কেনো?