রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। দোষীরা তো বটেই পাশাপাশি গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন আসামীর কাঠগড়ায়। মৃত ছাত্রের পরিবারের তরফে বৃহস্পতিবারই যাদবপুরে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে যাদবপুর থানার পুলিশ। তদন্তে নেমে এক প্রাক্তন ছাত্রকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।
যাদবপুরে (Jadavpur University) ছাত্র-মৃত্যুর ঘটনায় রাজনীতি যখন তোলপাড়, রাজ্যের শাসক দল তখন মৃত্যুর ঘটনা এসএফআই দিকে আঙুল তুলছে। তখনই র্যাগিং নিয়ে এসএফআইয়ের অবস্থান পরিষ্কার করল ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু।
ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু (Biman Bose) জানান, “আমার তো মনে আছে আমি একটা ছাত্র সংগঠন করতাম। তার নাম এস এফ আই। এই এস এফ আই ছাত্র সংগঠন জন্মলগ্ন থেকেই র্যাগিং এর বিরুদ্ধে লড়াই করেছে। র্যাগিংএর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসা করতে হয়েছে। কখনও কখনও এবার দশ বারোটা স্টিচ করতে গিয়েছে।”
এদিকে রাজ্যের শাসক দল ছাত্র মৃত্যুর ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আইকে দায়ী করছে ঠিক তখনই নিজের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক তার সংগঠন সম্পর্কে ভিন্ন মত দিলেন।
সূত্রের খবর, এখনও পর্যন্ত বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে তিন জন যাদবপুরের বর্তমান পড়ুয়া এবং তিনজন প্রাক্তনী বলে জানা গিয়েছে।