দিনক্ষণ ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপের (Asia Cup 2023) খেলার সময়ও নির্ধারণ হয়ে গেল। আগের সূচি অনুযায়ী, এশিয়া কাপের যেকোনো একটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভিন্ন সময়ে। তবে নতুন সময়সূচির অধীনে এশিয়া কাপের (Asia Cup 2023) সব ম্যাচ শুরু হবে বিকেল ৩ টে থেকে।
ম্যাচ সম্প্রচারকারী টিভি চ্যানেল সমাজ মাধ্যমে সোমবার টুইট করেছেন যে এশিয়া কাপের সমস্ত ম্যাচ বিকাল ৩টায় শুরু হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশের সময় অনুসারে বিকাল ৩.৩০ মিনিটে এবং পাকিস্তানের সময় অনুসারে দুপুর ২.৩০ মিনিটে।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। পাকিস্তান বনাম নেপালের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। তবে মূল আকর্ষণ হবে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। ক্যান্ডিতে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টায়। বিশ্বকাপকে সামনে রেখে ভারত-পাকিস্তানের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। হাইব্রিড মডেলের অধীনে টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এবারের এশিয়া কাপে পাকিস্তানে হবে মাত্র ৪টি ম্যাচ। ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে।
এবারের এশিয়া কাপে (Asia Cup 2023) অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত-পাকিস্তান গ্রুপে নেপাল এবং বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত দুই দেশে হচ্ছে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়ার দলগুলির কাছে বিশ্বকাপের আগে যা বড় প্রস্তুতির মঞ্চ।
আরও পড়ুন:Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ঘূর্ণাবর্তে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা