এখনও পর্যন্ত ছবি মুক্তি পায়নি, তার আগেই দেব জানিয়ে দিলেন আর ব্যোমকেশের চরিত্রে তাকে দেখা যাবেনা।  ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। তিনি নিজের গণ্ডি থেকে বেরিয়ে ব্যোমকেশ করতে চেয়েছিলেন কিন্তু ছবির ফার্স্ট লুক বেরোনোর পর থেকেই তাকে তুমুল ট্রোলিং সহ্য করতে হয়েছে। তাহলে কি সেই অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নিলেন দেব?
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব জানান, ‘আমার ব্যোমকেশ আসলে একটা সাহস। আমি দেখাতে চেয়েছিলাম যে একটা গল্পকে কতটা লার্জ স্কেলে দেখানো যেতে পারে। যদি এই ছবি ব্যবসা না করে, প্রযোজকরা যদি তাঁদের টাকা ফেরত না পান আমরা আবার ব্যোমকেশকে ড্রয়িং রুমে নিয়ে যাব।’
এরপর দেব (Dev) বলেন, ‘আমি এই একটাই ব্যোমকেশ করব। এরপর আমি আর ব্যোমকেশ করব না। কিন্তু আগামীতে যাঁরা করবেন তাঁরা সাহস পাবেন ছবিটিকে বড় স্কেলে শুট করার।’
অভিনেতা ব্যোমকেশ প্রসঙ্গে এও বলেন, ‘আমার কাছে ব্যোমকেশ জেমস বন্ডের থেকে কম নয়। শার্লক হোমসের থেকে কম নয় ব্যোমকেশ। আমার গোয়েন্দা কেন বাকিদের থেকে কম হবে? আসলে আমরা শুরুতেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা চেনা গতে এই ছবি বানাব না। আন্তর্জাতিক মানের ছবি করব যাতে সবাই গর্ব করতে পারে।’
তবে দেব (Dev) আর ব্যোমকেশ করবেন না শুনে তার অনুরাগীরা খুব কষ্ট পেয়েছেন। সকলেই চান যেনো দেব তার অভিমান দূরে সরিয়ে আগামীতে আবার ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেন।
আরও পড়ুন: Soumitrisha Kundu: দেবের পা চেটে নাকি “প্রধান”এ কাজ মিলেছে সৌমিতৃষার, কি বলছেন দেব?
Image source-Google

By Torsha