রেকর্ড ভাঙা বৃষ্টি! জলের তোড়ে ডুবছে বেজিং!প্রবল বন্যার কবলে চিন। গত শনিবার থেকে টানা ৩ দিন ধরে প্রবল বৃষ্টিতে বানভাসি চিনের একাধিক এলাকা। শুধু বৃষ্টিই নয়, এর উপর টাইফুনের আঘাতও রয়েছে। সব মিলিয়ে ঝড় বৃষ্টিতে প্রবল বিপর্যস্ত বেজিং সহ চিনের একাধিক এলাকা।

স্টেট মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টাইফুন ডকসুরি চিনের উপর আছড়ে পড়েছে।এর জেরে চিনের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। একের পর এক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। হাই নদীর জল ক্রমেই বাড়ছে। ইয়ংডং নদীর জলে ভেসে গিয়েছে বহু বাড়ি। প্রবল এই বন্যায় ১১ জনের প্রাণ হারিয়েছে। তবে ইতিমধ্যেই বোডিং শহরে প্রায় ৫৫,০০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

এখন বিপর্যয় কবে কাটবে সেই দিকে আপাতত চেয়ে রয়েছেন বেজিংবাসী। তবে এক্ষুনি বন্যার জল সরার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ।

 

 

আরো পড়ুন:Digha:ব্যাপক জলোচ্ছ্বাসে উত্তাল দিঘার সমুদ্র!সমুদ্র স্নানে জারি হল নিষেধাজ্ঞা