প্রসব কেন্দ্রের করুন দশা!শৌচালয় অপরিস্কার থাকায় কেন্দ্রের বাইরে বাথরুমে যাচ্ছেন রোগীরা।ঘটনাটি পুরুলিয়ার (Purulia) বেগুনকোদরের প্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রের।
পুরুলিয়ার বেগুনকোদর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রয়েছে এই প্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্র।তবে এই প্রসব কেন্দ্রের অবস্থা দেখে চিন্তায় ঘুম উড়ছে রোগী ও রোগীর পরিবারের।
জানা গিয়েছে,এই প্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রের ভিতরে শৌচালয় রয়েছে ঠিকই, কিন্তুু তা পুরোপুরি ব্যবহারের অযোগ্য।এছাড়াও এই প্রসব কেন্দ্রকে ঘিরে রেখেছে নোংরা আবর্জনা।অথচ কোনো হেলদোল নেই প্রশাসনের।
বর্তমানে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।সব সময় নোংরা আবর্জনা বাড়িতে না জমতে দেওয়ার আর্জি জানাচ্ছে প্রশাসন।এইসবের মধ্যে এই প্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রের এমন করুন অবস্থার দিকে নজর কেনো নেই প্রশাসনের?কবে বা এই শৌচালয় ব্যবহার করতে পারবে রোগীরা?এখন সেদিকে নজর এই প্রসব কেন্দ্রে ভর্তি থাকা রোগী ও তার পরিবার!
আরো পড়ুন:Nusrat Jahan:ঘোর বিপাকে নুসরত! কোটি কোটি টাকা কারচুপির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে