এবার দু’ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার!কিভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা?কাদের দেওয়া হবে এই টাকা?

লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সকল সরকারি প্রকল্প সবচেয়ে বেশি চালু হয়েছে গত ১২ বছরে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এবার এই সকল প্রকল্পকে পিছনে ফেলে নতুন এক প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। যে প্রকল্পে নগদ ২ লক্ষ টাকা মিলবে সরকারের তরফ থেকে।

তবে এই প্রকল্পের টাকা কেবলমাত্র স্বজনহারাদের পরিবারকেই দেওয়া হবে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদেরই দেওয়া হবে। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। এমনিতেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস তৈরি করার জন্য আলাদা করে অ্যাপ এবং পোর্টাল বানিয়ে রাখা হয়েছে। কিন্তু তার বাইরেও দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এমনটা করার কারণ, কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কোথাও কাজে গিয়ে বিপদে পড়েন অথবা কোনো অঘটন ঘটে তাহলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সহজেই চিহ্নিত করে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষেত্রে গিয়ে দুর্ঘটনায় জখম হয়ে কর্ম ক্ষমতা হারালে ওই পরিযায়ী শ্রমিককে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্প পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অনেক সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে।

 

আরো পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন নিরামিষ পনিরের তরকারি