ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদল হতে চলেছে। গত কয়েকদিন ধরে বিশ্বকাপের (ICC World Cup) ম্যাচের তারিখ পরিবর্তন নিয়ে জল্পনা চলছে। সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু সেদিন নবরাত্রি উৎসব। তাই স্থানীয় পুলিশ জানিয়েছে, যে তারা হাই-ভোল্টেজ ম্যাচের নিরাপত্তা দিতে পারবে না।
এই ক্ষেত্রে, জয় শাহ ২৭ জুলাই বিশ্বকাপ-সংক্রান্ত বোর্ড সভায় এই খেলার তারিখ পরিবর্তনের সম্ভাবনার আভাস দেন। অবশেষে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের বড় ম্যাচ হতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিরাপত্তার কারণে ম্যাচটি একদিন এগিয়ে আনা হচ্ছে। এছাড়াও, আরও কয়েকটি ম্যাচের তারিখও পরিবর্তন হবে। সোমবার চূড়ান্ত ঘোষণা হতে পারে।
আইসিসি কোনো ইভেন্টের সূচি এভাবে বদলে দিয়েছে তার কোনো দৃষ্টান্ত নেই। কিন্তু গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন বলেছে যে তারা ১৫ অক্টোবরের ম্যাচের জন্য কোনো ঝুঁকি নিতে রাজি নয়। ২৭শে জুলাই দিল্লিতে বোর্ড মিটিং শেষে জয় শাহ বলেন, “১৫ অক্টোবর গুজরাতে নবরাত্রি রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজনে তখন সমস্যা হতে পারে। তাই সেই ম্যাচ পরে হবে। তবে ম্যাচটি হবে আহমেদাবাদে।”
জয় শাহ ইতিমধ্যে বলেছিলেন যে ভারত বনাম পাকিস্তান ছাড়াও আরও কিছু ম্যাচের সময়সূচী পরিবর্তন হতে পারে। তিন দেশের সময়সূচীতে আপত্তির কারণে এই পরিবর্তন হতে পারে। তবে কোন তিনটি দেশ? তা জানাননি বিসিসিআই সচিব।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। কিন্তু বিশ্বকাপের একাধিক ম্যাচের তারিখ পরিবর্তন হলে দর্শকরা সমস্যায় পড়বেন। কারণ, এই ম্যাচগুলোকে ঘিরেই ক্রিকেটপ্রেমীরা তাদের সব পরিকল্পনা করে ফেলেছেন। হোটেল রিজার্ভেশন, প্লেন এবং ট্রেনের টিকেট রিজার্ভেশন প্রায় হয়ে গেছে।
আরও পড়ুন:Weather Update: বৃষ্টি হলেও কমছেনা তাপমাত্রা, অস্বস্তিতে সাধারন মানুষ