সপ্তাহের শুরুতেই ডেঙ্গি (Dengu) ইস্যু নিয়ে উত্তাল হল বিধানসভা। সরকারের বিরুদ্ধে ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার গেটের বাইরে মশারির ভিতরে ঢুকে চলল অভিনব প্রতিবাদ।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যজুড়ে মহামারির আকার ধারণ করেছে ডেঙ্গি।কিন্তু, তা মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
তিনি আরো বলেন,-, ‘সরকার গোল গোল উত্তর দিচ্ছে। এখনও পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের টেস্ট হয়েছে, কতজনের চিকিত্সা চলছে, কত জনের মৃত্যু হয়েছে এই গোটা বিষয়ে কোনও তথ্য দিচ্ছেনা সরকার। অন্ধকারে রাখা হচ্ছে সবাইকে।’ পাশাপাশি সরকার ডেঙ্গি দমনে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে সেই বিষয়ে স্পষ্টভাবে জানতে চান তারা। সব মিলিয়ে ডেঙ্গি ইস্যুতে উতপ্ত হয়ে ওঠে এদিন বিধানসভা।
আরো পড়ুন:TMC:অভিষেকের ‘ঘেরাও’ ডাক আদালত স্ বাতিল করলেও,শনিবার রাজপথে তৃণমূল, কর্মসূচিও আট ঘণ্টারই