ভগ্নপ্রায় স্কুল বাড়ি,দেওয়ালের পলেস্তরা থেকে ছাদের একাংশ!অথচ সংস্কারের কোনো উদ্যোগ নেই!
তাই অবিলম্বে সংস্কারের দাবি তুলে,বিদ্যালয়ে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবক থেকে গ্রামবাসীরা।ঘটনাটি পাত্রসায়র পশ্চিম চক্রের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের।
গ্রামবাসীদের অভিযোগ, দেওয়াল থেকে ছাদ সর্বত্র চাঙ্গড় ভেঙ্গে পড়ছে, ফলে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও তাঁরা নিশ্চিন্ত থাকতে পারেননা। ক্ষুদে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বারবার স্কুল বাড়ি সংস্কারের দাবি জানালেও কোন কাজ হয়নি।তাই শনিবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা।
এদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই,পুরো বিষয়টি মেনে নেন পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাল চন্দ্র পোড়েল।তিনি বলেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে যেকোন সময় স্কুল বাড়ি ভেঙ্গে পড়তে পারে। ফলে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক সবার জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, গত ১০ বছর ধরে বিভিন্ন সরকারী দপ্তরে আবেদন নিবেদনেও কোনো কাজ হয়নি।
এখন একটাই প্রশ্ন,পঠন পাঠনের ক্ষেত্রে পড়ুয়াদের জীবন যেখানে এই বিদ্যালয়ে সংকটের মুখে পড়ছে,সেখানে নজর কেনো নেই প্রশাসনের?এই বিষয়ে পদক্ষেপ কেনো নেওয়া হচ্ছে না?
আরো পড়ুন:Malda:অভিনব প্রতারণা!চোখের ডাক্তারের কীর্তিতে তাজ্জব গোটা এলাকা