জি বাংলার অন্যতম গুরুত্ত্বপূর্ন ধারাবাহিক হলো “নিম ফুলের মধু”। বেশ অনেক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে রুবেল ও পল্লবী অভিনীত এই ধারাবাহিক। তবে এনারা দুজনে নায়ক নায়িকা হলেও, আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সৃজনের মা অর্থাৎ কৃষ্ণা দত্ত। আর এই চরিত্রে অভিনয় করছেন অরিজিতা (Arijita)।

দত্তবাড়িতে পুরনো ধ্যানধারণা ভেঙে পর্নার উদ্যোগে নতুন শাড়িতে ব়্যাম্পে হাঁটলেন বাড়ির সকল সদস্য, বাদ গেলেন না কৃষ্ণা দত্ত! তবে কি এবার ধারাবাহিকের একঘেয়েমি কাটাতে পর্ণার বিপরীতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন কৃষ্ণা?

হাসতে হাসতে অভিনেত্রীর উত্তর, ‘আমার কাছে ধারাবাহিক কখনোই একঘেয়ে নয়। রোজ নতুন একটা চমক থাকে। এটা আমার দ্বিতীয় ব়্যাম্পওয়াক। প্রথমটা করেছিলাম ‘ফাটাফাটি’-র সময়ে। তবে এটা শুধু একটা ফ্যাশন শো নয়, এর সঙ্গে অনেক আবেগও জড়িয়ে রয়েছে।’

অরিজিতা (Arijita) আরও বলছেন, ‘ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছে, সৃজন দুর্ঘটনায় আহত। আর ওর কারণেই এই শো-টার আয়োজন করা হয়েছে। ফলে এটা কেবল একটা ব়্যাম্প শো নয়, অনেকটা আবেগও জড়িয়ে রয়েছে।’

কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচিত ও ট্রোলড দুইই হয়েছেন অরিজিতা। তবুও কৃষ্ণা দত্ত তাঁর বড় প্রিয়। এর কারণ জিজ্ঞেস করলে অভিনেত্রী বলছেন, ‘দ্বন্দ্ব তো সব জায়গায় থাকে। দ্বন্দ্ব না থাকলে নতুন কিছু তৈরি হবে কি করে! আমার কাছে চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, চরিত্রটা গল্পের কোন জায়গায় রয়েছে।’

অরিজিতা আরও বলছেন, ‘ যদি সঠিক কারণ থাকে, তাহলে আমি নেতিবাচক চরিত্র করতে রাজি চিরকাল। আমি একটা চাকরি ছেড়ে ধারাবাহিকে এসেছি শুধুমাত্র প্যাশনের জন্য। আমার হাতে অস্ত্র বলতে সেই অভিনয়টাই। সেটা দিয়ে যদি মানুষের মধ্যে একটা কোনও ভাল বার্তা দিতে পারি, সেটাই আমার সাফল্য। ভাল চরিত্রকে তুলে ধরতে তো তার বিপরীতে একটা খারাপ চরিত্র থাকা প্রয়োজন। আমি না হয় সেই খারাপটাই হলাম।’

অরিজিতা বলছেন, ‘আমি চাই, যাঁরা সন্ধেবেলা ছোটপর্দায় আমায় দেখবেন, আমার অভিনয় যেন তাঁদের ভাবায়, কিছু বার্তা দেয়। আমার কাছে এমন অনেক ফোন আসে, যাঁরা বলেন, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক নাকি তাঁদের শাশুড়ির ব্যবহারে পরিবর্তন এনেছে। আসলে কৃষ্ণা দত্তের মতো চরিত্ররা আমাদের ঘরে ঘরে রয়েছেন।’

আরো পড়ুন: Arijit – Usha: অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ উষা, কি বললেন তিনি?

Image source-Google

By Torsha