আবারও সমুদ্র সৈকত থেকে উদ্ধার জীবন্ত ডলফিন! তবে এবার দিঘা নয়, জীবন্ত অবস্থায় আহত এই ডলফিনটি উদ্ধার হল মন্দারমণি (Mandarmani) সমুদ্র সৈকত থেকে!

বৃহস্পতিবার মন্দারমণির সৈকত থেকে সামান্য দুরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবিরা। সেই সময়ই মৎস্যজীবীরা দেখতে পায় ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা। মৎস্যজীবিদের অনুমান, সমুদ্রে ট্রলার বা জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মন্দারমণির দিকে ভেসে এসেছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় মন্দারমণি থানায়। এরপর পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই ডলফিনটি গাঙ্গেটিক ডলফিন। পাখনায় চোট থাকার কারণে সমুদ্রে সাঁতার কাটতে না পেরে স্রোতে ভাসতে ভাসতে সৈকতে চলে এসেছে। ডলফিনটির শরীরে ক্ষতর পরিমাণ অনেকটাই বেশি থাকায় বর্তমানে তার চিকিৎসা চলছে।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:রক্ষাকবচ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী