মণিপুরে আদিবাসী মহিলাদের উপর বর্বর ও পাশবিক অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডির আদিবাসী সমম্বয় সমিতির!
গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় দুই মহিলার ওপর যে নির্যাতন করা হয়েছিল,তার প্রতিবাদে, বুধবার রাজপথে নামলো বাঘমুন্ডির আদিবাসী সমম্বয় সমিতি!
এদিন বিকেলে বাঘমুন্ডি হাই স্কুল থেকে অযোধ্যা মোড় পর্যন্ত চলে এই ধিক্কার মিছিল।যেই মিছিলে পা মেলান আদিবাসীদের বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রশান্ত মান্ডি মুরুলী সিং মুড়া, বাঘমুন্ডি আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সভাপতি সুধীর সিং সর্দার, সম্পাদক সুরেশ সিং বাবু, সদস্য সন্তোষ সিং মুড়া বুদ্ধেশ্বর সিং মুড়া, ভারত জাকাত মাঝি পরগনা মহলের বাঘমুন্ডি কমিটির দায়িত্বপ্রাপ্ত নুকুল বাস্কে সহ অন্যান্যরা।