হাজারো ব্যস্ততার মধ্যেও বিভিন্ন আর্থিক কাজের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হতেই হয় সকলকে। তবে ছুটির দিন না জেনে ব্যাঙ্কে চলে গেলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষদের। আর সে কারণেই প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হয় প্রতি মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা। যে তালিকা অনুযায়ী, গ্রাহকরা জেনে নিতে পারেন মাসের কোন্ কোন্ দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে। অগাস্ট মাসের প্রকাশিত তালিকা অনুসারে, এ মাসে ব্যাঙ্কগুলি মোট ১৪ দিন বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। কিন্তু, কোন্ কোন্ দিন কোন্ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন, সেই তালিকা…….
• ৬ই অগাস্ট: এই দিন রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৮ই অগাস্ট: টেন্ডং লো রাম ফটের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১২ই অগাস্ট: এদিন দ্বিতীয় শনিবার, তাই সারা দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
• ১৩ই অগাস্ট: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৫ই অগাস্ট: স্বাধীনতা দিবসের কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৬ই অগাস্ট: পার্সি নববর্ষের কারণে মুম্বই, নাগপুর এবং বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ১৮ই অগাস্ট: শ্রীমন্ত শঙ্করদেব তিথির কারণে গুয়াহাটিতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২০শে অগাস্ট: রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৬শে অগাস্ট: এদিন চতুর্থ শনিবার, তাই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৭শে অগাস্ট: এই দিন রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ২৮ এবং ২৯শে অগাস্ট: প্রথম ওনামের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৩০শে অগাস্ট: রাখি বন্ধনের কারণে জয়পুর এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
• ৩১শে অগাস্ট: রাখি বন্ধন, শ্রীনারায়ণ গুরু জয়ন্তী, পাং-লাহাবসোলের কারণে দেরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে, ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম কিংবা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার মতো সুবিধাগুলি চালু থাকবে। UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।