দীর্ঘ লড়াইয়ের অবসান!চল্লিশ বছর পর গ্রামে পৌঁছালো বিদ্যুতের আলো!খুশির জোয়ার ঝালদার নায়ক পাড়া ও তাঁতী পাড়ার বাসিন্দাদের মধ্যে!

বর্তমানে যেখানে গ্রাম থেকে শহর সন্ধ্যা নামলেই বিদ্যুতের আলোয় ঝলমল করে,সেখানে স্বাধীনতার এত বছর পরও ঘুটঘুটে অন্ধকারে পরিপূর্ন ছিল ঝালদা লাগোয়া দরদা অঞ্চলের বড় গ্রামের নায়ক পাড়া ও তাঁতী পাড়া।

এই দুই গ্রামে মোট ৩৫ টি পরিবারের বসবাস।দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড সমস্যার মধ্যে দিন কাটাতে হতো এই দুই পাড়ার বাসিন্দাদের।

এরমধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিষয় নিয়ে সরব হন গ্রামবাসীরা।এমনকি এলাকায় এবার বিদ্যুৎ না ঢুকলে,দেওয়াল লিখে ভোট বয়কটের অব্দি ডাক দেন তারা।

আর এই খবর স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছাতেই নির্বাচনের প্রাক্কালেই তৎপর হয়ে ওঠেন প্রশাসন।

শুরু হয় কাজ।এরমধ্যেই আজ দেখা গেলো গ্রাম জুড়ে সারি সারি বিদ্যুতের খুঁটি।এমনকি বাড়ি গুলিতে বিদ্যুৎ জ্বলতেও দেখা যায় আজ।

দীর্ঘদিনের চাহিদা পুরন হওয়ায় খুব খুশি গ্রামবাসীরা।সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে।

 

আরো পড়ুন:Partha Chatterjee:’বিনা বিচারে এক বছর জোর করে আটকে রেখেছে’!আদালতের পথেই ক্ষোভ উগরে দিলেন পার্থ!