সত্যিই কি গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)?ইডি-র কাছে অভিষেকের গ্রেফতারির প্রয়োজনীয়তা জানতে চাইল আদালত!সুপ্রিম কোর্টের রক্ষা কবচের আর্জি বাতিল হওয়ার পর, কি জানাল হাইকোর্ট?
আজ কলকাতায় তৃণমূলের ২১শে জুলাই সমাবেশ। আর সেই মুহূর্তে দাঁড়িয়েই এক সুখবর দিল কলকাতা হাইকোর্ট! নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দরকার আছে কিনা, তাও ইডি-র কাছে জানতে চাইল আদালত। সেই সঙ্গে নথি পেশ করারও সুযোগ পেল ইডি।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের বিতর্কিত মন্তব্যের পরই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের করা এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, নিয়োগ মামলায় আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে।