অলিম্পিয়াড মেধা অনুসন্ধানে সাফল্য লাভ পুর্ব মেদিনীপুর (Purba Medinipur) কাঁথির এক খুদের!

চারটি বিষয়ে গোল্ড এবং একটি বিষয়ে সিলভার মেডেল পেয়ে তাক লাগাল ছোট্ট সালাঙ্কারা!

এ যেন সাফল্যের ইতি কথা! সিলভার জোন অলিম্পিয়াড নামক একটি মেধা অনুসন্ধান পরীক্ষায় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের কাঁথির নর্থ পয়েন্ট ডে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সালাঙ্কারা অধিকারী। জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল এই পরীক্ষার ২০২২-২৩ শিক্ষাবর্ষে সালাঙ্কারা চারটি বিষয়ে গোল্ড মেডেল এবং একটি বিষয়ে সিলভার মেডেল পেয়েছে।

পড়াশোনা ছাড়াও আঁকা, সঙ্গীত, গ্রাফটিং সব বিষয়েই বেশ পারদর্শী ছোট্ট সালাঙ্কারা। এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বর্তমানে কাঁথির গর্ব হয়ে উঠেছে এই খুদে। তার বাবা-মা জানান, মেয়ের এই সাফল্যে তারা বেশ খুশি।

কাঁথির গর্ব সালাঙ্কারা ইতিমধ্যেই কাঁথি শহরবাসী-সহ আপামর বাঙালির মন জিতে নিয়েছে তার এই সাফল্যের মাধ্যমে। শুভেচ্ছার বন্যায় ভাসছে সে।

 

আরো পড়ুন:Barasat:বাসের ধাক্কায় আহত এক মহিলা,বাস ভাঙচুর উত্তেজিত জনতার