বর্তমানে জনপ্রিয় কৌতুক শিল্পী হচ্ছেন ভারতী সিং। তার পরিচিতি এখন সমগ্র ইন্ডাস্ট্রি জুড়ে। কিন্তু জানেন কি ছোটবেলায় কতোটা কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে ভারতীকে (Bharti Singh)।

ভারতী বলেন তার মা পরের বাড়ি কাজ করে তাদের বড় করে তুলেছেন। এমনও দিন গেছে যেদিন খিদের জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘এতটাই কষ্ট ছিল, বড়লোকেরা আপেল খেয়ে যে অংশটা ফেলে দিত, ওটাই ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছি, পেটের জ্বালায়।’

ভারতী (Bharti Singh) জানিয়েছেন বেশিরভাগ কৌতুকশিল্পীদের জীবন নিয়ে আলোচনা করলে দেখা যাবে প্রায় সকলেরই জীবনে কিছু কষ্ট আছে। তার মতে, কষ্ট থেকেই কমেডি আসে।

ভারতীর কথায়, ‘গরিবদের কাছে উৎসবের দিনগুলি সবথেকে কঠিন। উৎসবের সময়, সকলে যখন আনন্দ করে, আমরা হতাশার মধ্যে ডুবে যেতাম। আমার মা যখন কাজের বাড়ি থেকে মিষ্টি আনতেন, তখনই আমরা দীপাবলি পুজো করতে পারতাম। আমি রাস্তায় দাঁড়িয়ে অন্যদের পটকা ফাটানো, বাজি পোড়ানো দেখে দেখে হাততালি দিয়ে উঠতাম, যেন সেগুলি আমিই পুড়িয়েছি।’

ভারতীর কথায়, ‘মা যখন পড়ের বাড়িতে কাজ করতেন, তখন ওঁর সঙ্গে অনেক মানুষকে খারাপ আচরণ করতে দেখেছি। মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন। ওদের বাড়িতে খাবার, সবজি বেঁচে গেলে, ওরাঁ সেই উচ্ছিষ্ট খাবার দিয়ে মাকে বলতেন, আজ খাবার বেঁচে গেছে নিয়ে যাও।’

যদিও এখন তাদের অভাব অনটন কেটেছে। বর্তমানে ভারতী বিয়ে করেছেন চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে। তাদের সন্তানকে নিয়ে বেশ সুখেই রয়েছেন এই দম্পতি।

আরো পড়ুন: Ranojoy Bishnu: অভিনয় ছাড়া আর কি সুপ্ত প্রতিভা রয়েছে রণজয়ের?

Image source-Google

By Torsha