মা আসছেন!আর তাই রাজ্য জুড়ে চলছে নানা প্রান্তে খুঁটি পুজো অনুষ্ঠান।তেমনি রবিবার সাড়ম্বরে সম্পন্ন হলো আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো।

সূত্রের খবর,এবছর আটঘোড়া নপাড়া বারোয়ারী পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব ১১০ তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবছরই জাক জমক পুর্ন ভাবে খুঁটির পুজোর মধ্য দিয়ে মায়ের আগমন ঘটে এখানে।এবছরও তার অন্যথা হলো না।

রবিবাসরীয় বিকেলের ঠিক সাড়ে ৪ টে নাগাদ বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি একাধিক মানুষের উপস্থিতিতে শুরু হয় সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো।এরপর নারকেল ফাটিয়ে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মন্ডল,এবং প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডলের হাত ধরে শুভারম্ভ হয় এই খুঁটি পুজোর।

সব মিলিয়ে এদিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।

 

আরো পড়ুন:Bhangar:শওকত-আরাবুলকে ভাঙরে ঢুকতে বাধা পুলিশের!প্রতিবাদে রাস্তায় বসে পড়লেন তৃণমূল বিধায়ক