নির্বাচনের (Election) এক সপ্তাহ পর পুকুর থেকে মিলল একাধিক ব‍্যালট পেপার!হতবাক মৎস্যজীবী-সহ এলাকাবাসী!

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে প্রায় এক সপ্তাহ হতে যায়, আর তার মধ্যেই পুকুর থেকে উদ্ধার হল ব্যালট পেপার। বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামের একটি পুকুর থেকে মাছ ধরার সময় জালে উঠে এল একাধিক ব‍্যালট পেপার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই বাসিন্দা সুবহান গাজী পুকুরে জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। কিন্তু জাল টানতেই জালের মধ‍্যে আটকে থাকা প্রচুর ব্যালট পেপার বেরিয়ে আসে। যা দেখে বিস্মিত হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন সুবহান গাজী। আর তারপরই তারা এসে বাকি ব‍্যালটগুলি উদ্ধার করেন।

ভোট মিটে যাওয়ার এক সপ্তাহ পরও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার পুকুর থেকে উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, ভোটের দিন ওই এলাকা থেকে শাসক ও বিরোধী দল উভয়ই একাধিক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল একে অপরের বিরুদ্ধে। এবার সেই জায়গাতেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার উদ্ধার হল পুকুর থেকে।

 

 

আরো পড়ুন:Malda:নদীগর্ভে তলিয়ে যেতে চলেছে সাত থেকে আট-টি গ্রাম!আশঙ্কায় দিন কাটাচ্ছে নদীপাড়ের বাসিন্দারা