বিজেপির (BJP) ইলেকশন এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে!চাঞ্চল্য গোপালনগরে।
সূত্রের খবর, ইলেকশন ওই এজেন্ট-এর নাম শান্তনু মুখার্জী।গোপালনগর থানার অন্তর্গত দিঘারী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া এলাকার তিনি বাসিন্দা।বনগাঁ ব্লকের ২৭ নম্বর আসনের বিজেপি প্রার্থীর ইলেকসন এজেন্ট ছিলেন।
অভিযোগ,গভীর রাতে তার বাড়িতে লক্ষ্য করে বেশ কয়েকজন তিন রাউন্ড গুলি এবং বোমা ছাড়ে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে গুলির খোল উদ্ধার করেছে গোপালনগর থানার পুলিশ।একইসঙ্গে শুরু করেছে তদন্ত।
এদিকে এই ঘটনায় খবর পাওয়া মাত্রই শান্তনুর বাড়িতে আসেন বিজেপির জেলা সভাপতি রাম পদ দাস সহ বিজেপির প্রতিনিধি দল।
বিজেপির কথায়, এখানে বিজেপির একজন সম্প্রদায়ের প্রার্থী জয়ী হয়েছে। দীঘারি পঞ্চায়েতে এবার উপপ্রধান এসটি সংরক্ষিত। কিন্তু তৃণমূল কোন এসটি পঞ্চায়েত সদস্য নেই। ফলে আমাদের সদস্যকে নেওয়ার জন্য এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করতে চাইছে তৃণমূল।
এদিকে এই পুরো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয়,সেটাই দেখার!
আরো দেখুন:BJP:রাতে অন্ধকারে বাড়ি ভাঙচুর পরাজিত বিজেপি প্রার্থীদের!অভিযোগের তীরে বিদ্ধ শাসক দল