কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) তাদের অভিযান শুরু করেছে রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। কিন্তু লাল-হলুদ ব্রিগেডের প্রথম খেলায় ঝলসে ওঠেনি। ইস্টবেঙ্গল ও রেনবো এফসির মধ্যে ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হল।

ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গলের (East Bengal) গোলকিপার আদিত্য পাত্র ঘাড়ে ও পায়ে চোট পান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেনবোর বিপক্ষে ম্যাচের আগে চোট সমস্যায় জেরবার ছিল ইস্টবেঙ্গল। গোলকিপার আদিত্যের চোট আসন্ন খেলাকে সামনে রেখে লাল-হলুদ শিবিরের দৃষ্টি আকর্ষণ করেছে।

কলকাতা লিগের প্রস্তুতির খুব বেশি সুযোগ নেই ইস্টবেঙ্গলের। বিনু জর্জের দলকে নিজেদের সেরা ছন্দে হতে পৌঁছতে আরও কয়েকটি খেলা দরকার। মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং উদ্বেগজনক খেলা শুরু করেছে কলকাতা লিগ। সাদা-কালো শিবির গতকাল করেছে সাত গোল। মোহনবাগানও পাঁচ গোল করেছে।

এই দৃষ্টিকোণ থেকে ইস্টবেঙ্গলকে (East Bengal) তেমন উজ্জ্বল দেখায় না। অবশ্য দিল্লি এখনও অনেক দূরে। ইস্টবেঙ্গল সবে শুরু করেছে লিগ অভিযান। সমর্থকরা তাদের প্রিয় দলের সেরাটি দেখতে চায়।

আরও পড়ুন:Malda:ফের হিংসার ছবি বাংলায়!নির্বাচনের ফল ঘোষণা হতেই সংঘর্ষে লিপ্ত তৃণমূল ও কংগ্রেস

By Sk Rahul

Senior Editor of Newz24hours