ভোট গণনা শুরু হওয়ার আগেই ধুন্ধুমার পরিস্থিতি বনগাঁ (Bonga) দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে। সকাল থেকেই তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলল বিরোধী দলগুলি। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিরাগতদেরকে ভোট কেন্দ্রের মধ্যে ঢোকানো হয়েছে।

যদিও এমন অভিযোগ ওঠায় বেশ কয়েকজনকে গণনা কেন্দ্রের ভেতর থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। আর সে সময়ই বহিরাগতদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বচসায় জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী দুই পক্ষ-ই। শুরু হয় তুমুল গন্ডগোল, বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয়।

নির্বাচনকে ঘিরে এহেন হানাহানি, হিংসা কি বন্ধ হবে না? এভাবেই যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, তাহলে নির্বাচনের প্রয়োজন কি? উত্তর সকলেরই অজানা!

 

আরো পড়ুন:Panchayet Election:লুটে ক্ষোভ,আর তার প্রতিবাদেই রাস্তা অবরোধ আমজনতার!