গতকাল তথা শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। যা বেশ ‘শান্তি’পূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে, ভোট শেষ হওয়ার পরও কাটেনি তার রেশ। বরং, রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের পঞ্চায়েত নির্বাচনের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের স্ট্রংরুমে চলল ছাপ্পা ভোট এবং ব্যালট লোপাট করার কর্মকাণ্ড।

রবিবার সেই অভিযোগ তুলেই সকাল থেকে তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এহেন ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। যদিও, কে বা কারা এমনটা করেছেন, তা এখনও জানা যায়নি।

 

আরো পড়ুন:Malda:দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটল ডিএসপি-র!ভাঙচুর চলল মন্ত্রীর কনভয়ের একাধিক গাড়িতেও