গতকাল সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর ভোট শেষ হওয়ার পরই একে একে সবগুলি ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে স্ট্রংরুমে। সেরকমই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধা কৃষ্ণপুর ২০৩ নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট হওয়ার পর গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত ৩ জন ভোট কর্মী-সহ ১ জন পুলিশ কর্মীও।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বাইরে থেকে শাসক দলের দুষ্কৃতীরা এসে মারধর করে। এরপর কে বা কারা ব্যালট বক্স পুকুরে ফেলে দেয়।

রবিবার সকালবেলা পুলিশ এসে সেই ব্যালট বাক্স পুকুর থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে, এলাকাবাসীদের দাবি, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা আবারও পুনরায় ভোট চান। যদিও তৃণমূলের অভিযোগ, ISF বহিরাগত দুষ্কৃতী এনে এলাকা উত্ত্যক্ত করছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।

 

আরো পড়ুন:Cricket World Cup: বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ফের অনিশ্চয়তার মধ্যে পাকিস্তান!