অপেক্ষা মাত্র ১ দিনের!তাই বৃহস্পতিবার পুরুলিয়ার (Purulia) গাংটিকুলি দ্বীপে শেষ নির্বাচনী প্রচারে সারলেন নিতুরিয়া ব্লক তৃণমূল সভাপতি তথা নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব।

পুরুলিয়ার কাঁসাই নদীর পাশাপাশি রয়েছে দামোদর নদ। আর এই দামোদর নদকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর আগে তৈরি হয়েছিল গাংটিকুলি দ্বীপ। হাতেগোনা মাত্র ১০ টি পরিবার নিয়ে গঠিত এই দ্বীপ। ভোটার সংখ্যাও রয়েছে মাত্র ৫৩ জন। মূলত এই দ্বীপের মানুষেরা চাষবাসের উপর নির্ভর করেই নিজেদের রুটি রুজির যোগান করে থাকেন।

আর একেবারেই শেষ মুহূর্তে ভোটের প্রচার সম্পন্ন করতে এই দ্বীপে এদিন নির্বাচনী প্রচার সারলেন শান্তি ভূষণ প্রসাদ যাদব বাবু।

এই ত্রিস্তর পঞ্চায়েত আসনে তিন প্রার্থী হয়ে এদিন ভোট প্রচার করেন তিনি। দ্বীপের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে নকল ব্যালট পেপার দিয়ে জোড়া ফুল চিহ্নেও ভোট দেওয়ার বার্তা দেন এদিন তিনি। একইসঙ্গে সমস্ত অভাব অভিযোগ শুনে, তা পূরণ করারও আশ্বাস দেন।

 

আরো পড়ুন:Rajarhat Bishnupur:রায়দিঘির ঘাটে শেষ প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস