সামনেই পঞ্চায়েত ভোট।তার আগে ভাঙ্গন বিজেপি শিবিরে।গেরুয়া ছেড়ে ১৫০ টি পরিবার সবুজে করলো যোগদান।ঘটনাটি বাঁকুড়ার (Bankura)।

পঞ্চায়েত ভোটের আগে আবারো বাঁকুড়ার ইন্দাসে শক্তি বৃদ্ধি করলো শাসক দল তৃণমূল কংগ্রেস।রবিবার বিকেলে নির্বাচনী সভার মঞ্চে এই যোগদন পর্ব অনুষ্ঠিত হয়।

তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, যেখানে আকুই ২ নং গ্রাম পঞ্চায়েতের রাতড়াতে প্রায় ১৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।রবিবার ঐ পরিবার গুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি সেখ হামিদ।

কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে অপূর্ব ভট্টাচার্য নামে এক যুবক বলেন,-যে স্বপ্ন দেখিয়ে বিজেপি এসেছিল সেই স্বপ্ন অধরা অতএব তৃণমূলের উন্নয়নের সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান তাদের ।

বিজেপি ছেড়ে তৃণমূলে আসা রাজা মাঝি নিজেকে ঐ দলের বুথ কমিটির সভাপতি দাবি করে বলেন,- কোন সুযোগ নেই কাজ করার, কোন উন্নয়ন নেই, তাই বিজেপি ছাড়ছি, আগামী দিনে উন্নয়নের সামিল হতে তৃণমূলে যোগ দিচ্ছি, আশা করি সেই সুযোগ আমরা পাব।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির এই ভাঙ্গনে গেরুয়া শিবিরে যে ভালোই ক্ষতি হলো তা বেশ ভালই বুঝতে পারছে বিশিষ্টজনেরা।

 

আরো পড়ুন:Weather Update: অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যের পাঁচ জেলায়