শুক্রবার বিকেলে বাঁকুড়ার (Bankura) ওন্দার পুনিশোলে আইএসএফ-এর সভায় বক্তব্যে এমনই বার্তা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন আইএসএফ-এর প্রার্থীদের সমর্থনে পুনিশোল বোর্ড হাই স্কুল মাঠে সভা করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।
এদিন আইএসএফ এর প্রার্থীদের সমর্থনে পুনিশোল বোর্ড হাইস্কুল মাঠে সভা করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন তিনি মঞ্চে রাজ্যের শাসকদলের দুর্নীতির (Corruption) বিষয় তুলে ধরেন। তৃণমূলের (TMC) দুর্নীতি আটকাতে আইএসএফ প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেন ভাঙড়ের বিধায়ক। রাজ্যের পাওনা আদায় করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাত্রা প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি প্রতিক্রিয়া দিয়ে বলেন, সিবিআই, ইডি থেকে বাঁচতে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সাধারন মানুষের টাকা দিচ্ছে না এ বিষয়ে কেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। বুক ফুলিয়ে যাবেন আর আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসবেন সেটা জানেন সেই কারনে সাধারণ মানুষদের বোকা বানিয়ে দিল্লি নিয়ে যাবেন টাকা আদায় করতে। কাউকে যেতে হবে না রাজ্যের তরফে যথাযথ সময়ে সঠিক কাগজ কেন্দ্রকে পাঠিয়ে দিক। তারপরে কেন্দ্র টাকা না দিলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমি নিজে গিয়ে ধর্নায় বসব।
তবে, এত গলা ফাটানো কার্যকলাপ কতটা ফলপ্রসূ হয়, এখন সেটা দেখার জন্যই মুখিয়ে সাধারণ মানুষ।
আরো পড়ুন:CPIM:তৃণমূলের মিটিং-এ যেতে অস্বীকার করায় বেধড়ক মারধর সিপিআইএম কর্মীকে!