কাউন্টিতে আগুনে বোলিং করছেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। প্রথম রাউন্ডে চার উইকেট নিয়ে নতুন নজির গড়লেন তিনি। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানি বাঁহাতি পেসার। নটিংহ্যামে ম্যাচটি ছিল নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের মধ্যে। নটিংহ্যামশায়ারের খেলোয়াড় শাহিন আফ্রিদি।

প্রথম বলেই ওয়ারউইকশায়ারের অধিনায়ক অ্যালেক্স ডেভিসকে আউট করেন আফ্রিদি। খাতা না খুলেই ফিরে আসেন তিনি। দ্বিতীয় বলে ক্রিস বেঞ্জামিনকে ফেরত পাঠান আফ্রিদি (Shaheen Afridi)। ডেভিসের মতো বেঞ্জামিনও রানের আগেই প্যাভিলিয়নে ফিরে যান। আফ্রিদি হ্যাটট্রিক করেননি তবে খেলার শেষ দুই বলে দুটি উইকেট নেন। ড্যান মুসলি এবং এড বার্নার্ড পাক পেসারের শিকার।

প্রথম রাউন্ডে চার উইকেট নিয়ে নজির গড়লেন আফ্রিদি (Shaheen Afridi)। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম রাউন্ডে কেউ চার উইকেট পাননি। কিন্তু আফ্রিদির চেষ্টা ব্যর্থ হয়। নটিংহ্যামশায়ারকে হার মানতে হয়েছে। নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে। ওয়ারউইকশায়ার পাঁচ গোল বাকি থাকতে ম্যাচ জিতেছে। চার ওভারে চার উইকেট নেন আফ্রিদি। শুরুতে আফ্রিদি উইকেট তুলে নিলেও ম্যাচ জিততে ব্যর্থ হন।

আরও পড়ুন:Weather Update: আগামী তিনদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা

By Sk Rahul

Senior Editor of Newz24hours