দীর্ঘদিন পরিকল্পনা চলছিল এভারেস্ট জয়ের। অবশেষে গত ১৭ই মার্চ কলকাতার নিউ টাউন থেকে ভোর ৪টায় তিনটি মোটরসাইকেল করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয় তমলুকের পাঁচ যুবক-যুবতী। ২১শে মার্চ দুপুরে নেপালের নুনথালা গ্রামে পৌঁছায় তারা এবং ২৩শে মার্চ সকাল ৯টায় নুনথালা গ্রাম থেকে এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় ওই পাঁচ জন।

অবশেষে ৩রা এপ্রিল দুপুর ৩টা নাগাদ এভারেস্ট পৌঁছায় তমলুকের ওই পাঁচ যুবক-যুবতী। তাদের দীর্ঘ এই যাত্রাপথের ভালো-খারাপ সব অভিজ্ঞতায় এদিন তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে।

তবে, এসবের মধ্যেও তাদের এই অদম্য ইচ্ছাশক্তিতে আমাদের তরফ থেকে জানাই কুর্নিশ। যদিও ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের পক্ষ থেকে আসা কুরিয়ারে সার্টিফিকেট ও মেডেল-সহ সমস্ত জিনিস হাতে পাওয়ার পর বেজায় খুশি ওই পাঁচ যুবক-যুবতী। আগামীদিনে এর থেকে আরও বেশি দূর ও অন্যান্য কোন নতুন জায়গায় আবারও ট্রেকিং করতে চান বলেও জানান তারা।

 

 

আরো পড়ুন:Asin Thottumkal: হঠাৎই শিরোনামে গজনি নায়িকা, বিতর্ক ভাঙলেন নিজেই