শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী (Sayani) সায়নী ঘোষকে তলব করেছে ইডি। শুক্রবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইডির তরফে নোটিস পেয়েছেন সায়নী। এরই মধ্যে আজ ছিল বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটি পুজো। এ বছর ২৩ তম পুজো। উল্টো রথের দিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও বেশ কিছু অভিনেত্রী।

সায়নী ঘোষের ওই অনুষ্ঠানে আসার কথা থাকলেও, তিনি আসেননি। অনুষ্ঠানের ব্যানারে রাজ্য যুব সম্পাদক বলে উল্লেখ ছিল তার নাম! খুঁটি

পুজো চলাকালীন পুজো উদ্যোক্তারা তার নামের নীচে থাকা পদ বাদ দেন ব্যানার থেকে। পুজো উদ্যোক্তা সুশান্ত সাহার বক্তব্য, সায়নী ঘোষের পদ ভুল প্রিন্ট হয়েছিল বলেই ব্যানার থেকে সরানো হয়েছে তাঁর পদের নাম।

বিগত বেশ কয়েক বছর এই পুজোয় উপস্থিত থাকলেও অজানা কারণে এবছর অনুপস্থিত সায়নী (Sayani)।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে সায়নীর। আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা।