চাঁদের বুকে তৃতীয় অভিযান। বুধবার হল আনুষ্ঠানিক ঘোষণা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) জানিয়েছে, সামনের মাসেই তৃতীয় চন্দ্রাভিযানে যাবে তাদের তৈরি রকেট।

আগাামী ১৩ জুলাই, দুপুর ২টো বেজে ৩০ মিনিটে উত্‍ক্ষপণ হবে চন্দ্রযান-৩-র। সব মিলিয়ে তৃতীয় চন্দ্রাভিযানে খরচ পড়ছে ৬১৫ কোটি টাকা।

এই নিয়ে তৃতীয় বার চন্দ্রাভিযানে রকেট পাঠাচ্ছে ISRO। মহাকাশ গবেষণায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ।

এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২-র অভিযান সফল হয়নি। চাঁদের চারপাশে ঘুরপাক খাওয়া সম্ভব হলেও, ল্য়ান্ডার বিক্রমকে নিরাপদে চাঁদের মাটিতে নামানো যায়নি। বরং চাঁদের বুকে আছড়ে পড়েছিল সেটি।

এবারের অভিযানে সাফল্য পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ISRO। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে, GSLV Mark 3 লঞ্চ ভেহিকল থেকে রকেটের উত্‍ক্ষেপণ হবে।

ISRO সূত্রে জানা গেছে, এবার দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

এবার চন্দ্রযান-৩-তেও একটি ল্যান্ডার এবং রোভার থাকছে, ঠিক যেমনটি ছিল চন্দ্রযান-২-তে। এবার স্পেকট্রো-পোলরিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ নামের একটি পেলোড থাকছে।

এই সরঞ্জামটি চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীকে নিরীক্ষণ করে, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করবে বিজ্ঞানীদের।