বাঁকুড়া (Bankura) জেলার ইন্দাস ব্লকের কুশমুড়িগ্রাম থেকে জাগোলদীপ এবং খটনগর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশা, বর্ষা এলেই নরক যন্ত্রণায় জীবনযাপন করতে হয় এলাকার সাধারণ মানুষ-জনকে। এই রাস্তাই এই এলাকার মানুষের বাজার-হাট, হাসপাতাল-সহ সমস্ত জায়গায় যাওয়ার একমাত্র ভরসা। এমনকি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও এই রাস্তা দিয়েই তাদের স্কুল-কলেজে পৌঁছায় প্রতিদিন। বলা বাহুল্য, এখনও পর্যন্ত কংক্রিটেরই হয়নি রাস্তাটি! দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছিল মোরাম রাস্তা, আর তারপর থেকে একই অবস্থা এই রাস্তার। বর্ষা এলেই কাদায় ভর্তি হয়ে যায়, যাতায়াতের একেবারেই অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এসবের পাশাপাশি এই রাস্তায় একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে বলে জানান এলাকার মানুষেরা। বারংবার প্রশাসন এবং বিধায়ককে জানিও মেলেনি কোনো সুরাহা। দিনের শেষে সেই বেহাল রাস্তা দিয়েই জীবনযাপন করতে হচ্ছে দুই থেকে তিনটি গ্রামের বাসিন্দাদের।

অন্যদিকে, কুশমুড়ি গ্রামে রয়েছে ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার বাড়িও। প্রশ্ন উঠছে, বিধায়কের এলাকার রাস্তার এই পরিস্থিতি হলে এলাকার উন্নয়ন হবে কি করে?

এখন কবে এই রাস্তা সংস্কার হয় এবং কবে সাধারণ মানুষদের সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষরা।

 

আরো পড়ুন:Panchayat Election:গুলি-বোমার লড়াই নয়,’২১শের ‘খেলা হবে’ স্লোগানের স্মৃতি উস্কে প্রচারে অস্ত্র ফুটবল!