জনতার ভিড়ে মিশে যাওয়ায় তাঁর জুড়ি মেলা ভার। এটা তাঁর ইউএসপিও বলা যায়। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এক যুগ পেরিয়েও তিনি রয়ে গিয়েছে মাটির মানুষ। আবারো ফের চেনা রূপেই দেখা গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee)।

সোমবার জলপাইগুড়ির মালবাজারে প্রচার করছিল তৃণমূল। তারই মাঝে একটি দোকানে ঢুকে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। সেই দোকানেই চা তৈরি করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। চা তৈরির পর থালায় কাপ সাজিয়ে কেটলি থেকে প্রত্যেকের জন্য চা ঢালতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রীর এই ভূমিকা খুব চেনা। অন্তত বাংলার বাসিন্দাদের কাছে তো বটেই। এর আগেও নানা সময় জেলা সফরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। কখনও তাঁকে চা বানাতে দেখা গিয়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে চপ ভাজতে। কখনও আবার লেচিও বেলেছেন তিনি।

 

আরো পড়ুন:Bonga:এবার দোস্তি-র সম্পর্ক কংগ্রেস ও বিজেপি-র!’জোট প্রার্থী’ কে জয়ী করতে প্রচার বনগাঁয়