বিজেপি ক্ষমতায় আসলে এ রাজ্যের মহিলারা ২ হাজার টাকা করে পাবেন, প্রতিশ্রুতি দিয়েছেন (Subhendu) বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের সভায় লক্ষ্মীর ভান্ডার কথা বলেননি শুভেন্দু, তিনি উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম।
শুভেন্দুর (Subhendu) কথায়, বিজেপি শাসিত রাজ্যগুলিও মহিলাদের টাকা দেয়। লক্ষ্মীর ভান্ডারের নাম না করেই বিরোধী দলনেতা এদিন বলেন, ‘৫০০ টাকা নয় বিজেপি ভোটে জিতলে ২০০০ টাকা করে দেবে মহিলাদের’।
পাটনার বৈঠক প্রসঙ্গেও আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধীর বৈঠককে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, ‘কংগ্রেস তৃণমূল সিপিএম জোট বেঁধেছে। এসব করে লাভ নেই। দেশের মানুষ বিজেপিকেই আবার ক্ষমতায় বসাবে।’
শুভেন্দুর কথায়, ‘দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতির তদন্ত’। সেই কারণেই এই ‘চোরেদের জোট’, মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।