রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটে (Election) অনিয়ম চলছে। এই অভিযোগে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী।

তিনি প্রধানবিচারপতি ডিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।‌

মামলাকারীর শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার ওপরই স্থগিতাদেশ জারি করার আবেদন করেননি। বলেছেন , নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে রাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারির নির্দেশ দিক আদালত।

পঞ্চায়েত ভোটে (Election) হিংসা থেকে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছে। ভোটে হিংসার অভিযোগও একাধিক মামালা দায়ের হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই ফল প্রকাশ। এবার পঞ্চায়েত ভোটে রীতিমত অশান্ত বাংলা।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থেকেই এদিন ভোট প্রচার শুরু করলেন। অন্যদিকে বিজেপির রাজ্যস্তরের নেতাদের কাঁধে দায়িত্ব পঞ্চায়েত ভোটের। কেন্দ্রীয় প্রথম সারির কোনও নেতাই ভোট প্রচারে রাজ্য আসবে না।

বাম আর কংগ্রেসও নিজেদের মত করে প্রচার শুরু করেছে। তবে অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।