শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতির তদন্ত করছে(CBI) সিবিআই। তাই সেই সংক্রান্ত কিছু নথি মধ্যশিক্ষা পর্ষদের থেকে চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তথ্য দিতে পারবে না বলে সিবিআইকে জানিয়ে দিল পর্ষদ।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একের পর এক বিস্ফোরক তথ্য এসেছে। বিভিন্ন সময়ে নানা তথ্য যাচাই করে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে বিভিন্ন নথি চেয়েছে সিবিআই।

সেই গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় অবাক হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কীভাবে এই ফাইল হারিয়ে গেল সেই নিয়ে প্রশ্ন উঠছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, কয়েক মাস আগে থেকেই এই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সংক্রান্ত একটি রিপোর্টও বিধাননগর থানায় জানানো হয়েছে।

সিবিআই (CBI) সূত্রে খবর, রাজ্যের মাধ্যমিক স্তরে গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত ফাইল চাওয়া হয়েছিল পর্ষদের থেকে। সেই ফাইল দেয়নি পর্ষদ। নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল পর্ষদের থেকে।