সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায় (Bankura)!বাতিল একাধিক ট্রেন।

সূত্রের খবর,- রবিবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে।ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি বহু সময় ধরে দাঁড়িয়ে ছিল।ঠিক সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল।আর সেই সময়ই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে।

অন্যদিকে এই ঘটনার জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।পাশাপাশি পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে চান্ডিল টাটানগর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।১২৮৮৩ সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাতিল।৫৮০২৫ খড়গপুর হাটিয়া প্যাসেঞ্জার ও বাতিল।

 

আরো পড়ুন:Weather Update: আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি