ডিজনিল্যান্ড (Disneyland) দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। এবার সেই ডিজনিল্যান্ড কলকাতাতেও। আগামী দুর্গাপুজোয় ডিজনিল্যান্ড থিম ঘোষণা করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এর পাশাপাশি মহম্মদ আলি পার্ক, চেতলা অগ্রণীর মতো শহরের বিখ্যাত পুজোগুলিরও খুঁটিপুজো হয়ে গেল।
রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। তারা প্রতিবছরই মণ্ডপসজ্জায় চমক দিয়ে থাকে।
কখনও বাহুবলী, কখনও বুর্জ খালিফা, কখনও ভ্যাটিকান সিটি। এবছর ডিজনিল্যান্ড। এবারেও ভিড় সামলাতে হিমশিম খেতে হবে পুলিশকে, তা বোঝা যাচ্ছে।
শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য প্রতিবছরই বিপুল সংখ্যক পুলিশ, নিরাপত্তাকর্মী মোতায়েন থাকে। এর আগে কখনওই কোথাও ডিজনিল্যান্ড থিম হয়নি। তাই হাতের কাছে তা দেখতে সেখানে ভিড় যে উপচে পড়বে, সে কথা বলাই বাহুল্য।
এদিকে বছর দুয়েক আগে যখন শ্রীভূমিতে বুর্জ খলিফা থিম হয়েছিল, তখন সেখানকার আলো নিয়ে আপত্তি জানিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। গতবছর ভ্যাটিকান সিটি নিয়ে তেমন কোনও আপত্তি ওঠেনি। এখন দেখার, শ্রীভূমির ডিজনিল্যান্ড (Disneyland) কতটা ভিড় টানতে পারে।