পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) টিকিট না পেয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়াতে দেখা গিয়েছিল অনেককেই। আর এবার বুথের কর্মীদের মতামত না নিয়েই তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ। প্রার্থী পছন্দ না হওয়ায় একত্রিত হয়ে পছন্দের মহিলাকে প্রার্থী করলেন আশারু গ্রাম পঞ্চায়েতের পাটকেল পোতা গ্রামের মানুষ।
অভিযোগ, ওই কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে ও ভোট থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছিল পুলিশ ও তৃণমূল নেতাদের তরফে। এমনকি, গ্রামের একাধিক কর্মীকেও ভয় দেখাচ্ছে পুলিশ৷
বেশ আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের পাটকেল পোতা গ্রামের ২৭ নম্বর বুথের বাসিন্দারা৷ সূত্রের খবর, প্রার্থীর নাম শাবনাজ মন্ডল৷ তিনি এবার কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷
পাশাপাশি ওই কংগ্রেস প্রার্থী ও তার পরিবার আজই বনগাঁ মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন শাবনাজ।
জানা গিয়েছে, তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে পছন্দ নয় গ্রামবাসী-সহ একাধিক তৃণমূল কর্মীদের৷ আর সে কারণেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় কংগ্রেস থেকে প্রার্থী করা হবে শাবনাজ মন্ডল-কে৷
যদিও অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি হায়দার শেখ। তবে, এভাবে দিনের পর দিন খুন, ভয় দেখিয়ে আদৌ কি নির্বাচন জিততে পারবে শাসক দল? উত্তর তো ১১তারিখই পাওয়া যাবে।
আরো পড়ুন:Dilip Ghosh:মহাসমারোহে পালন আন্তর্জাতিক যোগ দিবস!শাসক দলকে তুলোধোনা সাংসদ দিলীপ ঘোষের