পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে, চলছে স্কুটিনি পর্ব। সেই পর্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে অশান্তির ঘটনা।
ফের দিনহাটায় চলল গুলি। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জানা গেছে, তার পায়ে ও কপালে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দিনহাটার গীলদহের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে তৃণমূলের সভা ছিল।
ব্লক সভাপতি মাসুদর রহমানের ওই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রার্থী ডলি খাতুন বিবি ও তাঁর স্বামী আজিজুল রহমান। অভিযোগ, সভা শেষে বাড়ি ফেরার পথেই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে আজিজুলের গায়ে।
তড়িঘড়ি আহত আজিজুলকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় শিলিগুড়ির এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, আজিজুলের পায়ে গুলি লেগেছে। শুধু তাই নয়, তাঁর কপালেও আঘাতের চিহ্ন রয়েছে।
তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনা বিজেপির মদতেই ঘটানো হয়েছে। নির্দল প্রার্থীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা করেছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে এলাকা।